• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ধামরাইয়ে শ্রমিক নেত্রীকে হত্যার হুমকি, থানায় অভিযোগ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৬ জুলাই ২০২৩

মো: মনোয়ার হোসেন রুবেল, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
ঢাকার ধামরাইয়ে মাহমুদা খাতুন (৩২) নামের এক শ্রমিক নেত্রীকে হত্যার হুমকি'র অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ধামরাই থানায় লিখিত অভিযোগ করেছেন এই ভুক্তভোগী শ্রমিক নেত্রী।
বুধবার (২৬ জুলাই) অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম । এর আগে বৃহস্পতিবার (২০ জুলাই) উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া এলাকায় ওডিসি গার্মেন্টসের সামনে এই শ্রমিক নেত্রীকে হত্যার হুমকি দেয় হয়।
ভুক্তভোগী মাহমুদা খাতুন গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের ধামরাই ও মানিকগঞ্জ আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক। অভিযুক্ত মো: ভাসানী উপজেলার সোমভাগ ইউনিয়নের ফুকুটিয়া গ্রামের কাজিমুদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফুকুটিয়ার ওডিসি গার্মেন্টস এ শ্রমিক অসন্তোষ জনিত বিষয়ে শ্রমিকদের ডাকে সাড়া দিয়ে গার্মেন্টসে মিমাংসার উদ্দেশ্য যান শ্রমিক নেত্রী মাহমুদা খাতুন। গার্মেন্টসে যাওয়ার পর বিবাদী মো: ভাসানী (৫২) ওডিসি গার্মেন্টসের সামনে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। পর্বতীতে শনিবার (২২ জুলাই) রাতে ১০টার দিকে ভুক্তভোগী তার কর্মস্থল জয়পুরা থেকে ছেলে জুবায়ের হেসেনকে সাথে নিয়ে বাসায় ফেরার পথে সোমভাগ কাউন্সিল বাজার পৌছালে বিবাদী তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালাগালি ও রাস্তায় সুযোগ মত পেলে জীবন শেষ করে ফেলার হুমকি প্রদান করে। ভুক্তভোগী প্রতিবাদ করলে তাকে মারধর করার জন্য ধাওয়া দেয়। ভুক্তভোগী ডাকচিৎকার করলে আশেপাশের লোকজন এসে তাকে রক্ষা করে।
এবিষয়ে অভিযুক্ত ভাসানীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোর বন্ধ পাওয়া যায়।
গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ সারওয়ার হোসেন জানান, একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য এরকম কর্মকান্ড ঘটায় কিছু মানুষ। আর একজন নারী শ্রমিক সংগঠক কে এলাকা থেকে চলে যাওয়ার জন্য বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয়। এটা অত্যন্ত অশনিসংকেত। আমরা সরকারের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই আইন আইনের গতিতে চলবে এবং এই ঘটনার সুষ্ঠু বিচার হবে৷ এঘটনায় আগামী শুক্রবার আমারা এর প্রতিবাে মানববন্ধন করবো।
এবিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, মাহমুদা খাতুন নামের শ্রমিক নেত্রীকে হত্যার হুমকির লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads